top of page
IMG20230521192228.jpg

Poems

74356890_1231282617075586_4549147484961636352_n.jpg

Poetry Speaks of things that are hard to express...

কি হারিয়ে, কি পেয়েছো তুমি,

হিসেব কি তুমি জানো?

কটা আঙুলের কটা ছাপ আজ

মুঠোহাতে আটকানো?

কত মূল্যের মানুষ হারিয়ে

ক-টাকা জমলো আজ?

পারবে কি দিতে (গায়ে) পুরোনো গেঞ্জি

নাকি, পাঞ্জাবি পরা সাজ!

কোন জানলায় আলোক জ্বালিয়ে

নিজেকে আঁধারে পাবে?

কোন জানলায় উঁকি দিলে আজ,

দুরত্ব ঘুঁচে যাবে?

কোন আকাশের আবডালে রেখে

চশমা লোকাবে চোখ?

যদি যুদ্ধ আজও সময় গোনে,

তবে আবার যুদ্ধ হোক!

IMG20230521191859.jpg
bottom of page